অজুন কতৃক সুভদ্রা-হরণ। . ১১৯ ৫ অস্ক ] [ ৮ সংযোগস্থল । কোথাকার যোদ্ধা কৰ্ণ তৃণ সম গণি । ভাল চাহ মৌনভাবে থাকহে অমনি। একাঘাতে বিনাশিব কৌরবের দল। গৃহে চলি যাও চাও আপন মঙ্গল । ভীষ্ম । ভীম শাস্ত হও, দুঃশাসন, তুমিও স্থির হও'; আত্ম বিচ্ছেদের এ সময় নহে। যে কৰ্ম্মেপিলক্ষে আগমন করা গিয়াছে, অগ্রে তদন্ত জ্ঞাত হওয়া আবশুক । বলদেব আমারদিগকে অহবান করিয়াছেন, তাহাকে সংবাদ দেও, তিনিই ইহার বিহিত করিবেন । র্তাহার বাচনিক বাৰ্ত্ত শ্রবণ না করিয়া মিথ্যা কলহ দ্বারা কি শুভ কৰ্ম্মের ব্যাঘাত করিবে, অতএব স্থির হও । ভীম । হে পিতামহ, আমি কি মন্দ বলিয়াছি ? দুঃশাসনের এমত বাক্য আমার গাত্রে সম্ভ হয় না । আমি বর বেশে আসিতে আগেই নিষেধ করিয়াছিলাম, তখন আমার উপর সকলে રૂ છે হইয়াছিলেন, এখন তাহার ফল পাইলেন, অধোবদনে হল্লিনায় গমন করুন ; আর বিলস্ব কেন ? এপর্যন্তও কি ভ্রম আছে, ভদ্রাকে পাইবে ?
পাতা:ভদ্রার্জুন.djvu/১৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।