পাতা:ভদ্রার্জুন.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* g. २२० ।। উত্ৰাজুন, অর্থাৎ ৫ অঙ্ক ] , [ ৮সংযোগস্থল । দূত । ইহা লজ্জাকর বটে, কিন্তু উপায় নাই ; বুলদেবের দোষ দেখি না, তিনিত দুৰ্য্যোধনের অপমান করেন নাই । ভীম। ওহে দূত অগ্ৰে বিবেচনা করিয়া কৰ্ম্মকরিলে কখন অপমানগ্রস্ত ইহতে হয় না । ভীষ্ম । ভীম, তুমি ধৈর্য্যাবলম্বন কর। ভীম । পিতামহ, আপনি দেখুন, দুঃশাসন এখন অজুন সহ যুদ্ধ করিতে চাহে, ভাল অঙ্গুনের দোষ কি ? কৃষ্ণ আপনি তাহাকে ভদ্র প্রদান করিয়াছেন, তিনিত স্বইচ্ছায় হরণ করেন নাই। দুঃশাসনের কত শক্তি আছে, পার্থ সহ যুদ্ধ প্রার্থনা করে ; দুৰ্য্যোধনের বীরত্বও আমি জানি, কর্ণের পরাক্রমও আমার অজ্ঞাত নহে, আর দ্রোণাচাৰ্য্যত গুরু, তাহাকে কি কহিব ; ভীম পঞ্চালে সকলেরই পরাক্রম জানিয়াছে। ভীষ্ম । তুমি নিরব হও, কাহার সাধ্য অজুনের নিকট হইতে ভদ্রাকে উদ্ধার করে । চল, আমর স্বদেশে যাত্রা করি, এস্থলে আর কলহের - প্রয়োজন নাই ; এখানে অধিক ক্ষণ থাকিলে উপহাসাম্পদ হইতে হুইবে ।