পাতা:ভদ্রার্জুন.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অঞ্জন কর্তৃক সুভদ্ররিণ। ১২১ ৫ অঙ্ক ] [৮ সংযোগস্থল । দুৰ্যে। জে পিতামহ তুর্ন কর্তৃক আমার কি অপমান হইল ? ভীষ্ম । এ দোষ অঙ্গুনের নহে, বলদেবের পত্র প্রেরণ করিবার পূৰ্ব্বে কৃষ্ণ অৰ্জুনকে মনোনীত করিয়াছিলেন এবং গন্ধৰ্ব্ব বিবাহও হইয়াছিল । এতাদৃশ স্থলে অগ্র পশ্চাৎ বিবেচনা না করিয় বরবেশে আগমন করাই অযুক্ত হইয়াহে। এক্ষণে হস্তিনায় চল ; পশ্চাৎ বলদেবের সহিত এ বিষয়ের বিবেচনা করা যাইবে, তিনিইত আহান করিয়া আমারদিগের অপমান করিলেন দুৰ্যো। নয়নের নীর আমি কি রূপে নিবারি। দুঃখের বচন আর কহিতে ন পারি। জ্ঞানে কভু হয় নাই হেন অপমান । ইচ্ছা হয় এই ক্ষণে ত্যজি ছার প্রাণ ॥ ভীম মোরে কটু বাক্য করিছে বর্ষণ । তাহাতে হতেছে অঙ্গ দ্বিগুণ দাহন৷ এই কথা দেশে দেশে হুইবে প্রকাশ । শুনি মোরে সকলে করিবে উপহাস। পেয়েছে ধুনীর গন্ধ মনসা মারুতি । কতই বর্ণিবে তন্ত্র གྭ་སྒ་ཨ་ལྟའི༔