এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অজুন কতৃক সুভদ্রাষ্ট্ররণ। ১২৩ ৫ অঙ্ক ] [ ৮ সংযোগস্থল । তব পক্ষে সুনক্ষত্র সুযোগ সুগ্ৰহ । নতুবা হইত তব বড়ইনিগ্রহণ । জ্ঞাতি বন্ধু যার ঘরে না করে ভোজন । ততোধিক অধম বল হে কোন জন । দুৰ্যো। করিয়াছিলাম বড় দন্ত নগরেতে। বিবাহ করিব ভদ্র দ্বারক পুরেতে। বলরাম নারায়ণ ভগিনী রূপল্লী। সুভদ্র আমার গৃহে হইবে মহিষী ৷ মানা দেশি রাজগণে করি নিমন্ত্রণ । বাৰ্ত্ত পেয়ে সকলে করেছে আগমন । সকলে দেখিল মম হইল দুর্দশ । মাতঙ্গ মারিতে ভেক করিল ভরসা। পুরের মহিলাগণ দিবেক ধিক্কার । তাদের নিকট হৈল মুখ তোলা ভার। কৌতুকের সম্পৰ্কীয় আছে যার ঘরে t কত মত মিষ্ট বাক্যে ভংলিবে আমারে। উচ্চ কথা অস্তের ষে সহিতে না পারে । এতেক লাঞ্ছনা কিসে সহ হবে তারে । সম্মুখে তুলিতে মুখ না পারে যে জন । উপহাস বাক্য’সেও করিবে বর্ষণ ।