এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
$२8 ভুল্লাৰ্জুন, অর্থাৎ ৫ অঙ্ক ] ৮ সংযোগস্থল । উপহাসাম্পদ হয়ে বঁাচে যেই নর। তাহার অধিক আর বঈ কে পামর ॥ ভীষ্ম " কেবা বল মাথার উপরে ধরে মাথা । তোমাকে কহিতে পারে উপহাস কথা। প্রতাপে আদিত্য তুমি কেবা তব সম । তোমার অগ্ৰেতে কেবা করিবে বিক্রম ॥ -এই কথা দেশে দেশে হইলে প্রচার । কেহ অসম্মান নাহি করিবে তোমার। অপিবে সকল দোষ রামের উপরে। \ন বুনিয়া হেন কৰ্ম্ম সেই জন করে। দুৰ্যোধন তব দোষ না দেখি ইহাতে। আসিয়াছ দ্বারকায় রামের কথাতে ॥ তব ইষ্টদেব রাম ইহার কারণ। হেন কৰ্ম্ম করি তিনি পেলেন জীবন ॥ নতুবা কি অন্ত হলে তরিতে পারিত । এ কন্মের প্রতিফল অবশু পাইত। কি করিবে গুরু তব দেব হলধর । অনুচিত ভার সহ্ করিতে সমর। জ্ঞানি লোক কখন তোমাকে না নিদিবে। বরঞ্চ তোমার সবে সুখ্যাতি করিবে।