পাতা:ভদ্রার্জুন.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ১২২৩ মাজুন, অর্থাৎ, ৫ অঙ্ক ] ,t৮ সূখযোগস্থল। হিতাহিত তাহার কি আছে বিবেচনা ৷ অন্তু কিছু নাছি জানে নিদ্রাহার বিনা। ভদ্র লোকে তার কথা কেবা করে গণ্য । সেই জন হয় বল কার কাছে মান্ত । বানরার ভাই সেটা কুন্তীর উদরে । তার কথা বুধগণ গ্রাহ নাহি করে। একারণ ভ্রাতঃ তুমি না করিও খেদ । মনের ভাবনা যাহ কর হে উচ্ছেদ ॥ দুৰ্যো। ভাই, তুমি যাহা বলিলে, এবং পিতামহও যাহা কহিলেন সকলই প্রামাণ্য,কিন্তু আমার মনঃ যে রূপ দাহন হইতেছে, তাহা তোমারদিগের সমক্ষে প্রকাশ করিতে পারি না, ও এ জ্বলন যে কখন নিৰ্ব্বাণ হইবে, তাহাও কহিতে পারি না ? ইহা বুঝি আমার যাবজ্জীবন সঙ্গি হইল । অতএব যাহা সৎ পরামর্শ হয়, তাহ তোমরাই কর ; আমার রাজ্জে কায নাই, আমি বিবেকির স্যায় তীর্থ পৰ্যটন করিয়া বৈরিগণকে আনন্দ প্রদান করিব . দুঃশ। ভূপতে, বাসবের ঐশ্বর্য্যাধিক তোমার ঐশ্বর্য, আপনি কি এক সমাপ্ত বিষয়ের জন্ত সক