পাতা:ভদ্রার্জুন.djvu/১৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ অত্রাঙ্গুন, অর্থাৎ ৫ অঙ্ক ] [ ৯ সংযোগস্থল । লেও আমার হস্ত হইতে নিস্তার পাইবে না। তুমি স্বরায় এই কথা উহারদিগকে জানাও, যাও, আর এস্থানে থাকিও না, সেই কৃষ্ণাঙ্গুনের নিকট গমন কয়। দূত। আমার উপর কেন অনর্থক ক্রোধ করিলেন ; দুর্য্যোধন হন্তের সূত্র খুলিয়া লজ্জায় পলায়ন করিতে উদ্যত হইয়াছেন আমি দেখিয়া আইলাম, এবং ভদ্রাও অন্তদ্ধান হইয়াছেন । বল। আমি তোমারদিগের কুম্বকজালে বদ্ধ হইব না। আমি বুকিয়াছি, তুমি ছলনা করিতেছ ; আমি কি এই কথায় এক জারজকে ভদ্রাপণ করিব ? যাও আর বাক্য ব্যয় করিও না, স্বস্থানে প্রস্থান কর । যাহারদিগের সম্পত্তিতে বশীভূত আছ, তাহারদিগের শরণ লও । দৃত । আমার কথার মৰ্ম্ম না করি গ্রহণ। অনর্থক ক্রোধ প্ৰভু কর কি কারণ। বল। পুনশ্চ কহিলে কথা ভাল শিক্ষা পাবে। সহ মানে গৃহে যাও নহে প্ৰাণ যাবে। দূত। কেন প্ৰভু অষ্ঠায় করিছ তিরস্কার। এই কি যথার্থ বাক্যে হৈল পুরস্কার।