পাতা:ভদ্রার্জুন.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 9 | কৌরবের ইষ্টদেব দেব হলধর । শিষ্য বলি কৌরবের দুঃখেতে কাতর। কৃষ্ণের চক্রেতে কিন্তু রাম পরাভব এই হেতু জয়যুক্ত সৰ্ব্বদা পাণ্ডব। পাণ্ডবের যশঃ গুণে বিখ্যাত ভুবন । দুৰ্যোধনে मूटे বলি জানে সৰ্ব্বজন ॥ পাণ্ডব থাকিতে নাহি পাব সিংহাসন । হইয়া বিশেষ জ্ঞাত গান্ধারী নন্দন ॥ পাণ্ডবে বধিতে করে নানা মত ছল । বিশেষতঃ অরি তার ভীম মহাবল ॥ পিতা সহ নানা রূপ কৌশল করিয়া । পাগুবে বারণাবতে দিল পাঠাইয়া। পঞ্চ ভাই কুন্তী সহ তথা উত্তরিলা । জতুময় পুরী সেই প্রবেশি জানিলা। নিশাযোগে অগ্নি দিয়া করিলা প্রস্থান । मूटे মন্ত্রী পুরোচন হারাইল প্ৰাণ। ধৰ্ম্মের আজ্ঞায় কেহ না আইলা দেশে । জাহ্নবী হইয়া পার কাননে প্রবেশে । ব্রহ্মচারি বেশে ভ্ৰমে-পঞ্চ সহোদর।" দ্ৰৌপদী বিবাহ কথা শুনি অতঃপর। পঞ্চ ভাই উপনীত পঞ্চশল নগরী । । লভিলা দ্রৌপদী পার্থ লক্ষ্য ভেদ করি।