পাতা:ভদ্রার্জুন.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* دy” w” অজুন কতৃক সুভদ্রাস্করণ। ১৩৭ ৫ অঙ্ক ] · [ ১০ সংযোগস্থল । বসু। বৎস কি কহিতেৰু? এ কি কথা ? বল। আপনার এক পরামণি হইয়া আম একেবারে অধঃপাত করিলেন । বসু। কেন বৎস, আমরা কি করিলাম ? বল। যদ্যপি আপনারদিগের নিতান্তই অজুর্মকে সুভদ্র সমপর্ণ করিবার ইচ্ছা ছিল, তবে য়খন দুৰ্যোধনের সহিত ভদ্রার বিবাহের অভিপ্রায় ব্যক্ত করিলাম, তখন কহিলেন না কেন? তাহ হইলে কি আমার এরূপ অপমান হয় ৷ ” (দেবকী ও রোহিণী প্রবেশ করিলেন।) বসু। প্রথমে আমার অভিলাষ ছিল ধনঞ্জয়কে ভদ্র সম্প্রদান করি, কিন্তু তুমি অনিচ্ছ হওয়াতে আমর সে সম্বন্ধের প্রতি অবহেলা করিয়াছিলাম, পরে অজুন প্রতারণা করিয়াছে। বল। তাত, কি নিমিত্ত অঙ্গুনের উপর দোষীরোপ করেন ? তাহার কি মনে ভয় নাই ? তোমারদিগের সাহস না পাইয়া সে এ কৰ্ম্ম কদাচ করে নাই, ইহা আমার বিলক্ষণ প্রতীত হইতেছেo আর আমাকে প্রবঞ্চনা করিবার প্রয়োজন নাঙ্ক ৷