এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ভম্রাজুন, অর্থাৎ سكذ ৫ অঙ্ক ] [ ১০ সংযোগস্থল । বসু। বৎস এ কি কথা কহিলে ? বল। আর কি কথা, এ' চক্ৰে সকলেই আছেন, ভাল,—আজি অবধি আমি তোমারদিগের পুত্ৰ নহি, এমত জ্ঞান করিবেন । পিতা, মাতা, ভ্রাতা, জ্ঞাতি, বন্ধ, ভূত, প্রভৃতি সকলেই যে ব্যক্তির বিপক্ষ, তাহার পক্ষে গৃহবাস অপেক্ষ অরণ্য বাসই উত্তম কম্প, অতএব সকলে আমার আশা পরিত্যাগ কর। রোহি ) কি কথা কহিলি রাম নও পুত্র মোর। এ কথা কহিতে মতি কেন হৈল তোর। দশ মাস দশ দিন বল কোন জন । আপন উদরে তোরে করেছে ধারণ ॥ আমি কি না পাইয়াছি প্রসব বেদন । ক করেছে এত বড় পাইয়া যাতন । ল মূত্র তোমার চন্দন প্রায় জ্ঞানে । পালন কি করি নাই হয় অনুমানে । এ কথা কেমনে রাম জিহ্বাগে আনিলি । আমরা যে তোর শত্র কোথায় জানিলি। বল অনেক যন্ত্রণ মাতা করিয়াছ ভোগ । ইহাতে তোমায় কেবা করে-অনুযোগ ।