এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ s ] জননী আজ্ঞায় বিয়া করি পঞ্চ জন । কিছুদিন পরে করে হস্তিন গমন । ইন্দ্রগ্রন্থে রাজপুরী নিৰ্ম্মাণ করিয়া। আনন্দে করেন রাজ কৃষ্ণকে লইয়া । ভীমসেন অলুন নকুল সহদেব । চারি ভাই অনুগত সখা বাসুদেব। যথাবিধি রাজকাৰ্য্যে ক্রটি নাহি তায় । নারদ আসিয়া মধ্যে ঘটাইল দায়। যাজ্ঞসেনী সহবাসে নিয়ম স্থাপিয়া । সুরপুরে দেব ঋষি গেলেন চলিয়। নারদের নিয়মেতে দেখ কিবা গুণ ! তীর্থযাত্রা করি ভদ্র হরিলা অলুন।