পাতা:ভদ্রার্জুন.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কতক সূত্ৰাহরণ। & ১ অঙ্ক ] [ ১ সংযোগ স্থল । উদ্ধারিয়া যোগ গৃহে সবারে সত্বর। অনায়াসে পুরোচনে পারিত বধিতে । সকলে উত্তীর্ণ করি হস্তিনা যাইতে । যেই অজুনের বাণে সুরাসুরে ভয় । ভীস্ম কৰ্ণ দ্রোণ আদি সবে পরাজয় ॥ নকুল কি সহদেব নহে শক্তি হীন । বয়ঃক্রমে শিশু কিন্তু বুদ্ধিতে প্রবীণ" আমার আজ্ঞায় এই প্রিয় ভ্রাতৃগণে । বহু ক্লেশ সহিয়াছে অরণ্য ভ্রমণে ॥ তথাপিও মম আজ্ঞা করিয়া লংঘন । কতু ইচ্ছা করে নাহি হস্তিন গমন । ইহাতে বিরোধ বীজ কে করে বপন । কে তাহে আদর বারি করিবে সেচন ॥ বরং ক্ৰোধ ভানুর করেতে দগ্ধ হবে । বীজের বীজত্ব গুণ কিছু নাহি রবে । নার । সত্য বটে মহারাজ যে কথা কহিলে । এক দ্রব্য অভিলাৰি দুজন হইলে । উভয়ের মধ্যেত্নে প্রণয় থাকা ভার । তাহাতে তোমরা পঞ্চ কি কহিব আর ॥ দ্ৰেব্যও সামান্ত নয় যাহে দেবগণ ।