পাতা:ভদ্রার্জুন.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ ভদ্রাজুন, অর্থাৎ ১ অস্ক ] ১ সংযোগ স্থল । অনুক্ষণ মুগ্ধ ভাবে জ্ঞান শূন্ত হন। গুরুপত্নী বলি ইন্ দ্যাগ না করিল। সুর জ্যেষ্ঠ নিজ কন্তু আপনি হরিলা । গুরু ভাৰ্য্যা দেবরাজ না করিলা ত্যাগ । পরাশর না গণিলা বর্ণের বিরাগ। হেন দ্রব্যাভিলাৰি তোমরা পঞ্চ জন । কি রূপে সম্ভাবে কাল করিবে যাপন । যুধি। এমত আশীৰ্ব্বাদ করবেন না, ভীম হিড়িম্বার মনোমোহন রূপেও আকৃষ্ট হয় নাই, অৰ্জ্জুন লক্ষভেদ করিয়াও দ্রৌপদীর মাল্য গ্রহণ করে নাই, আর নকুল সহদেব বালক, কখনও অবাধ্য নহে, ইহাতেও কি পাঞ্চালীর নিমিত্তে ভ্রাতৃবিচ্ছেদ হইতে পারে } নার । হে রাজন: আপনকার বাক্য অন্তায় নহে, কিন্তু এক উপমা শ্রবণ করুন । সিন্ধ উপসিন্ধ ছিল দানৰ সন্ততি । ব্ৰহ্মার তপস্যা করে কঠোরেতে অতি | তাদের কঠিন তপে ব্ৰক্ষা দুষ্ট সুখে। বর দিতে উপস্থিত হুইলা সম্মুখে। কহিলেন তপে বড় তুষ্ট ইয়াছি।