এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
धबून कङ्कक चूडङ इल९1 *
- टाझ] E১ সংযোগ স্থল ৷
এই হেতু বর দিতে আমি আসিয়াছি। করিয়া ব্রহ্মার স্তুতি কহে দুই ভাই। চিরজীবী কর দেহে এই বর চাই। কহিলেন ব্রহ্মা দেখ নাহি হেন নর। দেবতা বিহীনে বল কে হয় অমর। চিরজীবি হও বর দিতে না পারিব । অন্য বর যাহা চাহ তাহা আমি দিব। " দানব তনয় নাহি চাহে অন্য বর । তাহাদের তপে ব্রহ্ম হইল কাতর। পরে সিন্ধ উপসিন্ধ কহে দুই জন । এই বর দোহে তবে করিবে অপর্ণ । যে পর্যন্ত দুই ভাই ঐক্যতে রহিব । সে পর্যন্ত উভয়ের কেহ না মরিব ! উভয়ে কলহ যদি কোন ক্ষণে হয় । সেই ক্ষণে উভয়েতে মরিব নিশ্চয়। তথাস্তু বলিয়া ব্রহ্মা ব্রহ্মলোকে গেলা । বর পেয়ে দুই ভাই প্রবল হইল। দুই ভাই এক আত্মা ভিন্ন মাত্র দেহ। তাহাদের নিধম করিতে নারে কেহ। সৰ্ব্বদ অমর সরু করয়ে বিবাদ ।