পাতা:ভদ্রার্জুন.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ir ভদ্ৰাজুন, অর্থাৎ ১ অঙ্ক ] ১ সংযোগ স্থল । ইহাতে দেবতাগণ গণিলা প্রমাদ ! সৰ্ব্ব দেবে ঐক্যবাক্যে কৌশল করিয়া । পিতামহ সন্নিকটে উত্তরল গিয়া । সিন্ধ উপসিন্ধের দৌরাত্ম্য জানাইল । শুনি ব্রহ্ম কন্ত এক সৃজন করিলা । যতেক অঙ্গর ছিল অমর পুরেতে। उिंलश् लरेटळन निरुञ ङ्हेरउ ॥ তিলোত্তম নামে কন্যা তাহাতে জন্মিলা । নাশিতে দনুজ দ্বয়ে ব্রহ্মা আদেশিল । তোমার রূপেতে কস্ত মুনি মন টলে । কেবা হেন আছে বল এরূপে না ভুলে। সিন্ধ উপসিন্ধ কাছে কষ্ঠ তুমি যাও । উভয়ের মধ্যে গিয়া বিবাদ ঘটাও ৷ हेशटडहे छूहे डोहे अदछ भहिएव । তাহাতে দেবতাগণ নিঃশঙ্ক হইবে । ব্ৰহ্মার আজ্ঞায় কস্তা করিলা গমন। সহকারি সঙ্গে তার চলিলা মদন ॥ সিন্ধ উপসিন্ধু দোহে খেলিতেছে পাশ । কি সাধ্য নিকটে যায় সাহসে সহস । প্রথমে মদন বাণ সন্ধান করিলা ।