পাতা:ভদ্রার্জুন.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্জন কর্তৃক সুভদ্রা হরণ । ১১ ১ অঙ্ক ] [ ২ সংযোগ इल ! দ্বিতীয় সংযোগস্থল । রাজপুরীয় সিংহদ্বার। ব্রাহ্মণ প্রবেশ করিল। ব্রাহ্ম । রক্ষা কর রক্ষা কর বিপদ সাগরে । সৰ্ব্বনাশ হয় মম হস্তিনা নগরে } পাণ্ডবের ধৰ্ম্ম রাজ্যে একি বিপরীত। কে আছ হে রাজপুরে কর মম হিত ॥ (ইতিমধ্যে অজুন সমুখবর্তী হইলেন ) অজু। ੰ ব্রাহ্ম। দেখ হে অজুন মম হয় সৰ্ব্বনাশ । অজু কি কারণে উচ্চৈঃস্বরে করিছ ক্ৰন্দন । কিবা হেতু সৰ্ব্বনাশ হইল ঘটন। ব্রাহ্ম। ধৰ্ম্মের রাজত্বে যদি এমন হইবে । ধন প্রাণ রক্ষ। তবে কোথায় পাইবে। অজু। বিশেষ করিয়া বল । ব্রাহ্ম । আমার গোধন । অৰ্জু। তাহার কি মটিয়াছে ! ব্রাহ্ম। যায় গাভীগণ ।