এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
R ভদ্রাজুন, অর্থাৎ - ॐ उवश्ह] - [ ২ সংযোগ স্থল । অজু। বিশেষ করিয়া তার কহ বিবরণ। ব্রাহ্ম ৷ ধৰ্ম্ম রাজ্জে অরাজকু হয় কি কারণ ? ॥ অর্জ । কেন প্রভো কি ঘটনা হইয়াছে কও ! । ব্রাহ্ম । আমার গোধনগণ আনাইয়া দেও ! অন্ধু। তোমার গোধন বল কোথায় গিয়াছে । পলায়েছে কিবা তার বন মধ্যে আছে। কিন্তু ছিন্ন করি রজু করিছে ভ্রমণ । অশক্ত হয়েছ তুমি করিতে বন্ধন। ব্রাঙ্ক। না অলুন তা নয় তা নয় তাহ নয় । অজু । তবে বল কিসে এত পাইয়াছ ভয় ॥ ব্রান্ধ । প্রভাতে উঠিয়া সঙ্গে নিয়া গাভীগণ । করিয়াছিলাম ধেনু চারণে গমন। এক দল তস্কর আসিয়া হেন কালে । গাভীগণ হরণ করিয়া নিল বলে । রক্ষা করিবার শক্তি না হলে আমার । এই দেখ শরীরেতে করেছে প্রহার। একে আমি ব্রাহ্মণ তাহাতে অতি ক্ষীণ । কেমনে করিব রক্ষা নিজে শক্তি হীন ॥ দসু্যদল মহাবল অস্ত্ৰ শস্ত্র ধারি। তাহাঙ্গের নিবারণ কি প্রকারে পারি।