পাতা:ভদ্রার্জুন.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্জন কর্তৃক সুভদ্রা হরণ । 'Nడి ১ আন্থ ] - ২ সংযোগ স্থল । ওই দেখ বলে গাভী করিয়া হরণ। ক্ষেত্র পথে দযুগণ করিছে গমন । দোহাই অৰ্জ্জুন রক্ষা কর ব্রাহ্মণেরে। এমত উপায় কর যাহে পাই ফিরে ॥ এখনো নিকটে আছে কৰ্ত্তব্য উপায় । দূরতর গেলে পুনঃ পাওয়া হবে দায় ॥ অজু । ক্ষণেক বিলম্ব কর, প্রভে। ব্রাহ্ম। বিলম্ব করিলে দযুগণ পলায়ন করিবে, তখন গোধন কোথায় পাইব । অজু মহারাজা যুধিষ্ঠির গৃহ মধ্যে আছেন । ব্রাহ্ম । তাহাতে কি ? অঙ্কু। এসময় সে স্থলে প্রবেশ করিতে পারিব না । ব্রাহ্ম । সে স্থলে প্রবেশের প্রয়োজন কি । সে স্থানে আমার গো নাই এবং রাজা যুধিষ্টিরও চোর নহেন ৷ অজু। তাহা নহে বটে, কিন্তু অস্ত্ৰাদি ঐ গৃহ মধ্যেই আছে, এসময়ে তথা প্রবেশ করিয়া আনিতে অক্ষম, সুতরাং অপেক্ষা করিতে হইবেক । ব্রাহ্ম । তুমি আমার সহিত প্রবঞ্চনা করিতেছ, 학