পাতা:ভদ্রার্জুন.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 ভদ্রাজুন, অর্থাৎ

अङ्क ] [ ২ সংযোগস্থল ।

আমি এইক্ষণে অভিসম্পাত করিয়া এ রাজ পরিত্যাগ করিব । অন্ধু স্থির হও প্রভো, উপায় করিতেছি। (অৰ্জ্জুন আপন মনে বিতর্ক করিতেছেন ) এ দেখি বিষম দায় কি করিব সদুপায় দুই দিক হইল বিপদ । অবিচার ধৰ্ম্মরাজ্জে বেঁচে থাকি কোন কার্য্যে ইহাতে কি পাইব সম্পদু। (ব্রাহ্মণের গাভীগণ তস্করে করে হরণ সে জন চাহিছে মমাপ্রয়। না দিলে ব্রাহ্মণ শাপে না বঁচিব কোন রূপে রাজ্য শুদ্ধ সব ধংস হয়। ওদিকে দ্রৌপদী সনে ধৰ্ম্মরাজ নিকেতনে তথাও প্রবেশ করা দায়।) কথা শুনি নারদার করিয়াছি অঙ্গীকার এবে কিসে লজিবি তাহয় । অস্ত্র আছে সেই ঘরে তাহা না পাইলে পরে কি প্রকারে বধিব তস্করে । বিলম্বুও নাহি সয় তস্কর অদৃশু হয় গাজীগণ উদ্ধারি কিকরে |