পাতা:ভদ্রার্জুন.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి ভদ্রাজুন, অর্থাৎ ১ অঙ্ক ] [৩ সংযোগ স্থল । অজু দ্বাদশ বৎসর তীর্থ পৰ্যটন । শুধি । কি নিমিত্তে ! অজু আম কর্তৃক সন্ধি ভঙ্গ হইয়াছে। যুধি। এমত কি সন্ধি ভঙ্গ হইয়াছে যে দ্বাদশ বৎসর তীর্থ ভ্রমণ করিবে ? অজু নারদ দ্রৌপদী হেতুক যে সন্ধি স্থাপন করিয়াছেন তাহ' আমি উল্লঙ্গন করিয়াছি অতএব তীর্থ পৰ্যটন ব্যতিরেকে এ পাপ ধংসের আর অন্ত উপায় নাই । . যুধি । তাহা কি রূপে উল্লঙ্গন করিলে ? অজু মহারাজ যখন কৃষ্ণ সহ শয়নাগারে ছিলেন আমি ব্রাহ্মণের উপকারার্থে সেই গৃহ মধ্যে প্রবেশ করিয়াছিলাম । যুধি । তাহাতে কি হইল ? অজু। তাহাতে আমার পণ ভঙ্গ হইয়াছে, অতএব অনুমতি করুন অঙ্গীকার প্রতিপালন করি। দ্রৌপ | অলুন কি বলিতেছে। " যুধি । তীর্থেতে যাইবে । ন্দ্রেীপ । কি রূপে সম্ভবে ইহা । অজু অন্তথানহিবে ।