পাতা:ভদ্রার্জুন.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,ভদ্রাজুন, আথাৎ "לל ১ অঙ্ক ] . [৩ সংযোগ স্থল । নাই, যে হেতু জ্যেষ্ঠের গৃহে কনিষ্ঠ ভ্রাতার গমনে হানি নাই এবং সে সন্ধি অনুজের পক্ষে নহে । অতএব ভাই কি নিমিত্ত এত উদ্বিগ্ন হইয়াছ । দেীপ । ই এই কথাই যথার্থ, তোমার তীর্থে গমন করা যুক্তি সিদ্ধ হয় না । (এমত সময়ে ভীম কিঞ্চিৎ শ্রবণ করিয়া গৃহ প্রবেশ করিলেন ) অজু। অঙ্গীকারভ্রষ্টের জীবনাপেক্ষা মরণই ভাল। ভীম । ভাই অৰ্জ্জুন, কোথায়.যাইবে ? অজু। তীর্থে। ভীম । তোমাকে নিরীক্ষণ করিয়া ধৰ্ম্মরাজ ও নকুল সহদেব এবং জননী ও দ্রৌপদী প্রভৃতি আমরা সকলে জীবন ধারণ করিতেছি, তোমার আকাট্য বাণের ভরসায় ভীষ্ম কর্ণ ও দ্রোণকেও ভয় করি মা ! হে ভ্রাতঃ, এ সকলের আশা পথে কন্টক বিস্তার করিয়া তুমি কোথায় গমন করিবে । অসু। অন্তপ দিনের নিমিত্তে গমন করিব দ্বাদশ বৎসর পর্ণ হইলেই পুনরাগমন করিতেছি ইহাতে ক্ষোভ কি তোমার গদাঘাতে কে জীবিত