পাতা:ভদ্রার্জুন.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কর্তৃক সুভদ্রাহরণ। २$ २ उवश्ह] [ ১ সংযোগ স্থল । মনেতে জানিও ভাল কভু তাহ নয়। বসু। তোমার মনের কথা বল স্পষ্ট করি। ওকথা বুঝিতে আমি শক্তি নাহি ধরি। দেব । কে কি অবস্থায় আছে মনে বিচারিয়া । পরিবারদিকে দেখ কটাক্ষ করিয়া। | রোহি । দিী,কি বলিতেছ? . দেব । আমার মাথা,-সুভদ্রার ভাবনাতেই আমার নিদ্রাহার দূর হইয়াছে। রোহি। বটে,-আমিও ঐ চিন্তামূলে শয়ন করিয়াছি। হা!—বসুদেব কি স্বপ্নেও একবার মনে করেন না। বসু। তোমরা দুই জনেই যে আমার প্রতি কটাক্ষ করিতেছ, আমি সুভদ্রাকে কি দুরবস্থায় রাখিয়াছি ? দেব । সুভদ্রার উত্তমোত্তম দ্রব্য ভক্ষণের ভাবন নাই, পরিধেয় বস্ত্রেরও ভাবনা নাই; রত্নাল স্কারেরও ভাবনা নাই বটে– ( বলিতে ২ মৌনাবলম্বন করিলেন ) বসু। এতদ্ব্যতীত আঁর কিসের ভাবনা। রোহি। তুমি যেন কথার কিছুই জাননা