এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२२ ভদ্রাজুন, অর্থাৎ २ अङ्क ] ১ সংযোগ স্থল । বসু । আর কি জানিতে হবে স্পষ্ট করি বল । রোহি । রহস্যে নাহিক কায যাও মেনে চল । বসু ! কি কথায় রহস্য পাইলে তুমি টের। রোহি । তোমার নাহিক দোষ মম ভাষ্ঠ ফের। বসু । তোমাদের কথা আমি বুলিতে অক্ষম । রোহি। তোমারে কি দিব দোষ আমাদের ভ্রম। বসু । ছন্দোযুক্ত বাক্য ছাড় কহু করি স্পষ্ট। রোহি । সমান ভাবিও মনে সকলের কষ্ট । বসু । সব লিবিয়া | রোহি । তাহাই দেখিলে পর সব টের পাবে{ আমি এ রহস্য বাক্যের মধ্যে নাই । আনন্দেতে থাক আমি বাহিরেতে যাই। ( গমনোদ্যোগ করিলেন ) দেব । কটু বাক্য কহে নাই কেন কর ক্ৰোধ । অবোধ হইলে তুমি কেবা দিবে বোধ । - (বসুদেবের হস্ত ধরিলেন ) বসো২ কোথা যাও কথা গুলা শুন । বুঝিতে পারিত্রে পরে কারামন্দ গুণ। বসু। দেখহে দেবকি আমি নাজানি শঠতা। আমার সহিত কেন কর কপটতা।