পাতা:ভদ্রার্জুন.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Soo ভদ্রাজুন, অর্থাৎ ২ অঙ্ক ] [ ২-সংযোগ স্থল । বসু । বয়সে আমারে দেখ বেষ্টন করেছে। যৌবন কালের বুদ্ধি সমস্ত হয়েছে। বৃদ্ধ হৈলে সবে বলে বুদ্ধি হয় লোপ। ভাল মন্দ না বুকিয় সঙ্গ করে কোপ । বুদ্ধির কুসিত হলে সব হয় হ্রাস । প্রতিক্ষণে সব কৰ্ম্মে জমের বিকাশ। ভূমি বাপু জ্যেষ্ঠ পুত্র কি কব তোমারে । তাহে অতি বুদ্ধিমান সকল প্রকারে । করিবে এমত কাৰ্য সব দিক রয়। কৃষ্ণের সহিত যেন কলহ না হয়। ব’ল । শ্ৰীকৃষ্ণের সহিত কলহ কেন হবে । করিব এমত কার্য সব দিক রবে। মমানুজ কুক আমি তার জ্যেষ্ঠ ভাই । কলহ হবেন কতু কোন ভয় নাই । অধিক কথায় আর নাহি প্রয়োজন । নিজ নিযোজিত কৰ্ম্মে করুন গমন । হএছে অধিক বেলা আর কার্য নাই । আমিও আমার নিস্তক্রিয়া হেতু যাই। (বলদেব গমন’করিলেন ) دسسه 0 هصسبس=