পাতা:ভদ্রার্জুন.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কর্তৃক সুভদ্ৰাহরণ। N} २ अक] [ ৩ সংযোগ স্থল ৷ তৃতীয় সংযোগস্থল। যদুপুরীর অন্তঃপুর । '.. দেবকী, রোহিণী, সহচরী ও প্রতিবাসিনী প্রবেশ করিল। - রোহি । সুভদ্রার বিবাহের কি হইল, কিছু শুনিয়াছ দিী ? w দেব। না ভগিনি, কৈ,কিছুইত শুনি নাই। তুমি কি কিছু জান? রোহি । বলাইকে বসুদেব ডাকাইয়াছিলেন । দেব । ইঁ, বলাই আসিয়াছিল বটে, কিন্তু কি কথা বাৰ্ত্ত হইয়াছে তাহ শুনি নাই। রোহি । আমি বসুদেবের পাশ্বের ঘরে ছিলাম, সকল কথাই শ্রবণ করিয়াছি । দেব । বিবাহের কথা কি শুনিয়াছ, কহ দেখি । রোহি । বরটি নাকি বড় ভাল । দেব । কে বল দেখি । রোহি। রাজা দুৰ্যোধন । , দেব । আমি শুনিয়াছি, তাহার নাকি বড় দুই চরিত্র ? রোহি । বিলক্ষণ সে কি কথা? এমন হবে না।