পাতা:ভদ্রার্জুন.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NR ভদ্রাজুন, অর্থাৎ २ आश1 [৩ সংযোগ স্থল । দেব । ই আমি জানি, সে পাণ্ডবগণকে একেবারে নিধন করিতে নানাপ্রকার কুমন্ত্ৰণ করিয়াছিল, সে অতি প্রতারক । রোহি । আমি তা বলিতে পারি না । দেব ! আবার তার বাপ কাণ । রোহি। তার বাপ অন্ধ, তাতে ক্ষতি কি ? সেত কাণ নয়। " দেব । ও মা, সে কি, একটা কাণ বেয়াই হইবে । একে দুৰ্য্যোধনকে সকলে কাণ রাজার বেট কাণ রাজার বেটা বলে, আবার সুভদ্রাকে কি কাণার বে। কাণার বোঁ বলিয়া ডাকিবে । ও মা সেটা বড় লজ্জার কথা । রোহি । ভাল তাতে বাধা কি ? দেব ৷ কাণ বেয়াই হইলে লোকে কি বলিবে? তাতে কুটম্বিতার সুখ হবে না। ধৃতরাষ্ট্র অন্ধ বলিয়া গান্ধারী বস্ত্র দ্বারা আপন চকুদ্বয় আচ্ছাদিত করিয়া রাধিয়াছে। সে আজি পর্যন্ত চকু মেলে চায় না। বেয়াই বেয়ানের মধ্যে কেহই বধূর মুখ দেখিতে পাবে না, এ কি খাট দুঃখের কথা ?