পাতা:ভদ্রার্জুন.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br ভদ্রাজুর্ম, অর্থাৎ ২৩ অঙ্ক ] [৪ সংযোগস্থল । নৰ্ত্তকী করিছে নৃত্য গায়কেতে গান । ছয় রাগ ছত্রিশ রাগিণী মূৰ্ত্তিমান । ব্রাহ্মণ পণ্ডিত আর মুনি ঋষিগণ। বেদপাঠ করিছে ভারত রামায়ণ। নানাবিধ মিষ্ট্র অন্ন করিছে ব্রাহ্মণ । পাচকে করিছে পাক বিবিধ ব্যঞ্জন | অতি ব্যস্ত দেখিতেছি কি হেতু দাদারে। কহ সত্যভামা এর কারণ আমারে । সদ্য । বহুদিনে দিল দেখা অজুন কৃষ্ণের সখা, পাণ্ড রাজ তনয় সুপীর । সেই পার্থ ধনুদ্ধর অকাট্য যাহার শর তাহার সমান নাহি বীর। পাইয়া বান্ধব রত্ব শ্ৰীকৃষ্ণ করিয়া যত্ন করিছেন নানা আয়োজন । এইহেতু কোলাহল দাড়ায়েছে সৈন্ত দল করিতে অজুনে আবাহন। দাসীর মুখেতে শুনি তাই মনে অনুমানি প্রতীক্ষা করিছে এরা সব । হেন বুলি কয় ভারে গিয়াছেন আনিবারে ইহাতে উদয় মহোৎসব।