এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
拿0 ভদ্রাজুন, অর্থাৎ, ৩ অঙ্ক ] [ ৪ সংযোগস্থল । নকুল ও সহদেব অশ্বিনীকুমার। যুগল রূপেতে তার যুগ্ম অবতার। কহিয়াছিলেন হরি এই সমাচার। . পাণ্ডবেরা দেবগণ মনুষ্য আকার। আর মোরে কহিয়াছিলেন হৃষীকেশ । অৰ্জুনের যশে পরিপূর্ণ সৰ্ব্ব দেশ। দ্রৌপদ করিয়াছিল লক্ষ্যভেদি পণ । শুনিয়া আসিয়াছিল যত বীরগণ । জরাসন্ধ শালু শিশুপাল দুর্য্যোধন । দ্ৰোণ কৃপ সূৰ্যসুত গঙ্গার নন্দন। লক্ষ্য লক্ষ্যে অশক্ত হইলে বীরগণ । করিয়াছিলেন পার্থ প্রতিজ্ঞ পালন ॥ অজুন বিন্ধিয়া লক্ষ্য জিনিলা সবারে । ক্রোধভরে বীরগণ ঘেরিলা তাহারে। এক পার্থ জিনিলা সকল বীরগণে । অজুনের সমবীর কে আছে ভুবনে ॥ সুভ। অর্জুন বিন্ধিলা লক্ষ্য জানে সৰ্ব্বজন কৃষ্ণারে করিলা কেন বিয়পঞ্চ জন। শুনিয়াছি হেন কথা নাহি পড়ে মনে এক নারী বিবাহ করিতে পঞ্চজনে।