পাতা:ভদ্রার্জুন.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুর্ন কর্তৃক সুভদ্র হরণ । 感》 ৩ অঙ্ক ] [ ৪ সংযোগ স্থল । সত্য ৷ জননীর আজ্ঞাবহ ছিল পঞ্চজন । তাহার আজ্ঞাতে হয় বিবাহ ঘটন। . সুভ ৷ কুন্তী ঠাকুরাণী কেন হেন আজ্ঞা দিলা । পঞ্চ ভাই এক নারী বিবাহ করিলা ॥ ভোজের নন্দিনী তিনি ধৰ্ম্মপরায়ণ । তাহা হৈতে হৈল কেন এমন ঘটনা । সন্ত । জে গৃহে উত্তীর্ণ হয়ে ভাই পঞ্চজন । । জননী সহিত বনে করিলা গমন। রাজ আভরণ স্তজি ব্রাহ্মণের বেশে । উপস্থিত হইলেন একচক্র দেশে ॥ কুম্ভকার গৃহেতে ছিলেন ছয় জন । নগরে করিয়া ভিক্ষা ধরিত জীবন ॥ কৃষ্ণার বিবাহ বাৰ্ত্ত শুনিয়া শ্রবণে । পঞ্চ ভাই উপনীত দ্ৰৌপদ ভবনে । লক্ষ্যভেদি অর্জুন লইয়াত্ৰৌপদীয়ে। বিবাহার্থে সমপিল রাজা যুধিষ্ঠিরে। ব্রহ্মচারি পঞ্চ ভাই দ্ৰৌপদী সহিত । কুম্ভকার গৃহে আসি হৈল উপস্থিত। ভাবিত ছিলেন কুন্তী কহিল উথায় । কি জন্ত বিলম্ব এত হইল কোথায়।