পাতা:ভদ্রার্জুন.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g २ ভদ্রাজুন, অর্থাৎ ৩ অঙ্ক ] [ ৪ সংযোগস্থল । অজুন কহিলা মাত শুন বিবরণ। পেয়েছি উত্তম ভিক্ষাকর সদর্শন ॥ কুন্তী কহিলেন বাপু পাইয়াছ যাহা । পঞ্চ ভাই বণ্টন করিয়ালও তাহা । रेश भूनि *श डारे बननौ आङाग्न ! করিলেন পরিণয় ড্রোপদ সুতায় । সুভ। সত্যভামে, তোমার বাক্য শ্রবণে আমি আশ্চৰ্য্যাম্বিত হইলাম। ভোজ নন্দিনী যথার্থ ভিক্ষ জানিয়াই পঞ্চজনকে বাটিয়া লইতে কহিয়াছিলেন, কিন্তু পাণ্ডবেরা কিরূপে বিবাহ করিলেন, আর দ্রৌপদীই বা কেমন, যে পঞ্চ ভৰ্ত্ততে অনুরুক্ত হইলেন। সহচরী প্রবেশ করিল। সহ । তোমরা মগ্নচিত্তে এত কি পরামর্শ করিতেস্থ ? অন্ত কোন সংবাদ রাখ ? উভয়ে । সহচর, নূতন সংবাদ কি? সহ । তোমরা এখানে কি করিতেছ? দেখ, কামিনী গণ, কেহ ঘাটে, কেহ মাঠে, কেহ ছাদে, কেহ পথে, কেহ গবাক্ষে থাকিয়া রাজপথ নিরীক্ষণ করিতেছে। চল, ছাদের উপর গমন করি ।