এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অজুন কর্তৃক সুভদ্রা হরণ। 《位 ৩ অঙ্ক ] [ ৫ সংযোগস্থল । সে জামায় যা ভিক্ষ দেবে, তাই দিয়ে মদ কিনে খাব। ঐ আসতেছে অৰ্জ্জুন । ১ পথি । ঐ দেখ ভাই, এক জন মাতাল নৃত্য গীত করিতেছে । চল নিকটে গিয়া দেখি । ২ পথি। না ভাই মাতালের নিকট যাওয়া উচিত নহে। মাতালের কি জ্ঞান থাকে? সে কি বলিতে কি বলিবে । লোকে বলে, দন্তি, শঙ্গি, ও মত্ত ইহাদের নিকট যাইবে না। ৩ পধি। চলন, দেখিই না গিয়া কেন, সে যদি তেমন তেমন করে, তাতে ভয় কি, প্রহরী আছে । (সকলেই দ্রুতগতিতে মাতালের নিকট গেল) বাতু। তোমরা সকলে এই মাতাল বেটার রঙ্গ দেখ। মদ্য । শুালা তুই আমাকে বেটা বলিলি কেন ? আমি তোর কি ধার ধারি। ভাল তুই বেটী, তোর বাপ বেটী । বাতু। বেটাকে এমন ধাক্কা দিব ঐ খানায় গুজ ড়িয়া রাখিব 1, মদ্য ৷ কৈ আয় শুtলা মার দেখি । (দই জনে বাহুযুদ্ধ আরম্ভ করিল)