৫৬ ভদ্রাজুন, অর্থাৎ, ৩ অঙ্ক ] [ ৫ সংযোগস্থল । প্রহরী প্রবেশ করিল। • ১পধি। দেখ প্রহরিনু এই মদ্যপায়ী দৌরাত্ম্য করি তেছে। ইহাকে নিবারণ কর । প্রহ। কি গোলমাল করিতেছিস্ ! চুপ কর নতুবা এখনি বন্ধিশালায় বন্ধি করিব । মষ্ঠ । দেখ ভাই প্রহরিন, এই পাগল বেটা আমাকে গালি দিতেছে, ঐ অলুন আসিতেছে, আজ আমোদের দিন, তাই ভাই কারণ করিয়াছি, অধিক খাই নাই, বিশ পঁচিশ পাত্রের বেশী নয় । বাতু । এই ভাল আমাকে মারিতে আসিয়াছিল, ভাবও লোককে জিজ্ঞাসা কর । প্ৰহ। তোমরা দুই জনেই চুপ কর, নতুবা উভয় ८कहे दक्लेि कब्लिग्न छाहेग्न गाहेद 1 ( এমত সময়ে অজুন ও কৃষ্ণ রথারোহণে ক্রমে ক্রমে নিকটবর্তি হইলেন ) মদ্য ও ভাই সকল, ঐ দেখ কৃষ্ণের রথ আসিতেছে। আমাদের এক কৃষ্ণ ছিলেন আবার দুইটা হইয়াছেন । এ কি, তবে অজুন কোথায় ? ২ পথি । সত্য বটে, ঐ মাতালটা যাহা বলিতেছে তাহা মিথ্যানহে। কৈ-অঞ্জন কৈ ? দুই জনকেই কৃষ্ণ বোধ হইতেছে ।
পাতা:ভদ্রার্জুন.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।