এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অজুন কতৃক সুভদ্র হরণ। ¢ዓ ৩ অঙ্ক ] [ ৫ সংযোগস্থল । **रि 1 दृक् रूथन हे बन श्रेश्वन न, डिनि একই। ২ পথি ! তোমার কি চকু নাই দেখিতে পাও না। ১ পধি। একাবয়ব দুই জন বটে, কিন্তু দুই জন যে কৃষ্ণ হইবেন ইহা বিশ্বাস যোষ্ঠ নহে। , ৩ পথি । আমার বোধ হয়, কৃষ্ণের সখা উদ্ধব আসিতেছে । ১ পধি। কৃষ্ণ একাকী অৰ্জ্জুনকে আনিতে গিয়াছিলেন, দারক মাত্র সারধি ছিল। কিন্তু অৰ্জ্জুনই বা কোথা গেলেন, এবং উদ্ধবই বা কোথ হইতে আইলেন ? মন্ত 1 হয়ত অৰ্জ্জুন পলাইয়াছে। বাতু। ই তোর ভয়ে । প্রহ । আবার গোল করিতেছি । যা এস্থান হই তে পলা,নতুবা অপমান হুইবি । মদ্য ৷ ভাই, আমি চুপ করেছি,আর কিছু বলব না। তুমি এই পাগল বেটাকে থামাও এ গুলো বড়ই ত্যক্ত করিতেছে। বাতু। দেখ প্রহরিনু মাতাল ভাল আবার আমাকে গালি দিতেছে,তুমি শুনিলে।