পাতা:ভদ্রার্জুন.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&b" ভদ্রাজুন, অর্থাৎ, ৩ অঙ্ক ] : [ ৫ সংযোগস্থল । প্রহ। ভাল তুই চুপ্‌ কর আর গালি দিবে না। স্থপঞ্চি। ওহে তোমরা উহাদিগের কথায় কাণ দিও না, রথ নিরীক্ষণ কর । এই দুই জনের মধ্যে কৃষ্ণই বা কে, ও অর্জুন অথবা উদ্ধবই বা কে? ওপধি। ওহে, অজুনত কেহই নয়। এক জন কৃষ্ণ ও অন্ত জন উদ্ধব ; দক্ষিণে কৃষ্ণ ও বামে प्लेक्करु ! ৪ পথি । কেন উদ্ধব উদ্ধব করিতেছ, উদ্ধবকে কোথায় পাইলে । উদ্ধব-উদ্ধব—একটা কি কথা পাইয়াছ, উদ্ধব কাহাকে দেখিলে ? ৩ পধি । তুমি কোন দেশের লোক, উদ্ধবকে চিন না ? ৪ পথি । না আমি চিনি না, তুমিত উদ্ধবকে চিনি য়াছ, সেই ভাল । অস্তান্ত পথি । ই ই উদ্ধবই বটে। উদ্ধব ও কৃষ্ণে aाउन माहे ! बांशरिक डेकवहे नरहे । ৪ পথি । তোমরাও ঐ মূখের দলভুক্ত হইলে । ইন্দ্ৰপুত্র অঙ্গুন আসিতেছে। উদ্ধব কৈ? কৃষ্ণ অজুনকে আনিতে গিয়াছিলেন, উদ্ধবকে নহে, তরে উদ্ধব কোথা হইতে জ্বাসিবেন ?