পাতা:ভদ্রার্জুন.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুর্ন কর্তৃক সুভদ্র হরণ। S ৩ অঙ্ক ] [ ৫ সংযোগস্থল । প্রহ । তোমরা সব গোল করিও না, এস্থান হইতে প্রস্থান কর, কৃষ্ণ অঙ্গুর্মকে লইয়া আসিতৃেছেন। অন্তান্ত । ওহে অকুনই বটে,—কৈ হে তৃতীয় পথিক তোমার উদ্ধব কোথায় গেল ? মদ্য । কৈ হে দুই কৃষ্ণবাদী তোমার আর একটা কৃষ্ণ কোথায় গেল । (সকলে স্ব স্ব স্থানে প্রস্থান করিল।) مصمصے. اس سےہیےے ষষ্ঠ সংযোগস্থল । অট্টালিকোপরি । चूड्ज़ ७ नशङांभ 1 সুভ। সত্যভামে, সৈন্ত সামন্ত সকল মহাকোলাহল শব্দে অট্টালিকাভিমুখে আসিতেছে ও পথিকের ত্রস্ত হইয়া গমন করিতেছে, বোধ করি, কৃষ্ণের সমভিব্যাহারে অজুন আগমন করিতেছেন । সত্য। অজুনই আসিতেছেন বটে, রাজবক্সে দৃষ্টপাত কর, শ্ৰীকৃষ্ণের রথ পতাকা সকল নয়ন গোচর হইতেছে, আর অধিক বিলম্ব নাই, S