এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
స్క్రి3 ভদ্রাজুন, অর্থাৎ ৩ অঙ্ক ] [ ৬ সংযোগস্থল । সুভ। অহির বদনে বিষ জানে সৰ্ব্ব জন । এহেতু আহিকে ভয় করে সৰ্ব্বক্ষণ । প্রত্যক্ষ যাতনা ভাল জানে সেই জন । যেই জনে কাল সৰ্প করেছে দংশন। । যেই জনে পার্থ বীর করেছে সন্ধান । সেই জন জানিয়াছে কেমন সে বাণ। সত্য ভাল নাহি বুঝি আমি তোমার বচন । এমন বচন ভদ্রা কহ কি কারণ ॥ সুভ। বাবুকেছ সত্যভামা তাই অভিপ্রায়। অজুনের বাণে দেখ মম প্রাণ যায়। দ্রোণ কৃপ পরাভব হয় যার বাণে । তার বাণে কুলবালা বঁাচে কিসে প্রাণে ॥ অৰ্জ্জুন অস্থায় বাণ হেনেছে আমারে। আমার না ছিল ইচ্ছ। যুদ্ধ করিবারে। অক্ষয় কবচ মম নাহি শরীরেতে। কিসে শক্ত হই বল জীবন ধরিতে। নহি আমি কুরু কুল অঙ্গুনের অরি। কি ফল অর্জুন পাবে মোরে বধ করি। সত্য । যে কথা কহিলি ভদ্র সাক্ষাতে আমার । অস্তেতে শুনিলে পরে একে হবে আর।