পাতা:ভদ্রার্জুন.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৬ ভড়াঙ্গুন, অর্থাৎ ৩ অঙ্ক ] [ ৬ সংযোগস্থল । গরুড় বরুণ অহি কিছু হুতাশন। এর মধ্যে কোন বাণে হতেছ দাহন। বাণ অস্ত্র অর্জুনের সিদ্ধ মন্ত্রে দীক্ষা। করেছেন দ্রোণাচাৰ্য আপনি পরীক্ষা ॥ হেন অস্ত্ৰ সন্ধান না করিবে তোমারে । নিশ্চয় এমনি বোধ হতেছে আমারে। সুভ বড়ই নির সেই রুক্মিণী কুমার। তাহা হতে অপকার ঘটিল আমার। তার কাছে ঋণে বদ্ধ হয়ে ধনঞ্জয় । কামিনী বধিতে তার ধনুৰ্ব্বাণ লয়। অন্ত বৈরি প্রতিপাছে বাণ ব্যর্থ হয়। রাখিবারে পেয়ে মনে ভয় ॥ বদন মণ্ডল মাঝে অক্ষি রূপ ভূণ । লুকাইয়া পুষ্পশর রেখেছে অৰ্জুন। ধনুকের গুণ খুলি রেখেছেমনেতে। ধনু মাত্র ধুইয়াছে কপাল নিয়েতে। প্রণয় কাননে পার্থ থাকে লুকাইয়। মৃগী অম্বেষণ করে ভ্ৰমিয়া ভ্ৰমিয়৷ কুরদিনী কামিনীর পাইলে সন্ধান । কটাক্ষে টানিয়া ধনুঃ করয়ে সন্ধান।