পাতা:ভদ্রার্জুন.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভদ্রাজুন, অর্থাৎ سیاہیS ৩ অঙ্ক ] ৬ সংযোগস্থল । যৌবনের অঙ্কুর দিয়াছে মাত্রদেখা । সবে এই হইয়াছে ত্রিবীর রেখা। স্পষ্ট নহে হৃদি সরোরুহ প্রকাশিত । এখনি কি এত প্রেম হইল ব্যাপিত ॥ লজ্জা না করিলে ভদ্রা কহিতে এ বাণী । তুমিত সামান্ত নও অতি মানে মানি । এমন ব্যাপিক হলে লোকে মন্দ কবে । ভূমণ্ডল জুড়িয়া কলঙ্ক তোর রবে। লম্বা হীন হইলে নারীর দোষ রটে । লজ্জিত হইলে তার সুখ্যাতি প্রকটে। চল চল গৃহে যাই অধৈৰ্য হৈও না । জানাজানি করিবারে এ কথা কৈও ন ॥ সুভ। সত্য বলি সত্যভামা না যাইব গেছে। আমার এ প্রাণ আর না রহিবে দেহে ॥ প্রবোধ না মানে মনঃ বিনা ধনঞ্জয় । তাহার কারণে আত্মা হয় বুঝি লয়। মনের অনলে সখি প্রাণ মোর দহে । ভস্মসাৎ হই বুঝি আর নাহি সহে ॥ জ্বলিছে প্রবলতর বাণের আগুণ । জলধর রূপ হেরি সমুখে অর্জুন।