পাতা:ভদ্রার্জুন.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २ ] অবশুই তাহার এক প্রকার প্রভা মানবগণের জ্ঞানগোচর হইতে থাকে। অতএব আমি স্বীয় অভিপ্রায়ের বিষয়ে আর' কিছু প্রকাশ না করিলেও সূক্ষ্মদৰ্শি মহাশয়েরদিগের সমক্ষে তাহ অব্যক্ত থাকিবে না । আমি এই গ্রন্থ রচনা করিয়া কিয়দিন পরে কতিপয় বিজ্ঞবর বিম্বান বন্ধর সন্নিধানে প্রেরণ করিয়াছিলাম ; তাহারা সকলেই ইহার আদ্যোপাস্ত পঠ করিয়া এতাদৃশ অভিপ্রায় প্রকাশ করিলেন, যে এই গ্রন্থ মুদ্রিত করিলে গ্রন্থকভাকে কোন ক্রমেই হাস্যস্পদ হইতে হুইবেক না। এবং ইঙ্গরাজি ও সংস্কৃত বিদ্যায় নিপুণ ত্তরব্য যে রচনা পাঠ করিয়া মনে, রম জ্ঞান করেন, তাহ সৰ্ব্বজন সমক্ষে প্রকাশ করিবার আর সন্দেহ থাকে না ; অতএব আমি এই সাহসে नाझ्नौ इहेग्न क्रेमृभ मूक्ररु कांट्री श्ववृड रुहेलांश । এই গ্রন্থ খানি পাঠক মহাশয়দিগের আদরের সহিত সাক্ষা করিবে, কি অনাদৃত হইয় তাহারদিগের অজ্ঞাত স্থানে অবস্থিতি করিবে, ইহার কিছুই নিঃসংশয়ে বলিতে পারি না ; কিন্তু এই মাত্র সাহস করি, যাহা দশ জন মহোদয় 'পণ্ডিতের মনোনীত হইয়াছে, তাহা কখনই সাধারণের অগ্রাহ হইতে পারিবে না ।