পাতা:ভদ্রার্জুন.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

?S) ভদ্রাজুন, অর্থাৎ ৩ অঙ্ক ] [ ৭ সংযোগস্থল তুমি হে ত্রিলোক স্বামী কুলের কামিনী আমি বল কি কহিব আর যুক্তি । তুমি প্ৰভু দয়াময় কর যা উচিত হয় অজুনে ভদ্রার অনুরক্তি । टैनश्श डू*ाल थउि cयरे क्र* टैउभौ नउँौ করে ছিল মন সমপৰ্ণ । ইন্দ্ৰগ্নি বরুণ যমে মা গণিল কোম ক্রমে সেই রূপ সুভদ্রার মন । এ দাসীর বাক্য ধর বাহ ভাল বুঝ কর & আমি বলি পার্থে কয় দান । দুদিক বজায় রবে তা মহিলে নষ্ট হবে বংশেতে হুইবে অসন্মান । কক্ষ ! পার্থকে সুভদ্র দানে মম ইচ্ছা হয় । ইহার কারণে আমি নাহি করি ভয় ॥ এ কৰ্ম্ম করিতে পার্থ যদ্যপি স্বীকারে । কোন বাধা নাহি মম অপিতে তাহারে। অজুনে কহিতে কিন্তু নাছি করি ভয়। স্বীকার না করে পাছে এসন্দেহ হয়। না করে গ্রহণ মম স্বস বলি পাছে । এই মাত্র সন্দেহ আমার মনে আছে।