** ভদ্রাজুন, অর্থাৎ ৩ অঙ্ক ] [ ৮ সংযোগস্থল । তুমি কে, নতুবা তুমি গমন কর, আমি নিদ্রা যাই । আমি এ রান্ত্রিতে হঠাৎ দ্বার উদঘাটন করিব না । সত্য । ভয় নাই, আমি সত্যভামা, দ্বার মোচন কর । অজু কি আশ্চর্য! এই তিমিরাবৃত নিশীথ সময়ে আপনি কিরূপে আইলেন? দূত দ্বারা সংবাদ করিলেই আমি গমন করিতাম। আপনি কি হেতু এত ক্লেশ স্বীকার করিলেন, বুঝিতে পারি না । সত্য। যে কৰ্ম্মোপলক্ষে স্বয়ং আসিয়াছি, তাহ দূত দ্বারা সম্পন্ন হইবার যোষ্ঠ নহে এক্ষণে দ্বার মো চন কর । (অৰ্জ্জুন দ্বার উদ্ঘাটন করিলেন এবং সত্যভামা ও সুভদ্র গৃহ মধ্যে প্রবেশ করিলেন ।) অজু (সুভদ্রাকে দেখিয়া) অয়ি সত্যভামে, কাদম্বিনী অবত্তমানেও কন্দপ দৰ্পহারিণী জনগণ প্রাণ ঘাতিনী এই সৌদামিনী আমার হৃদয়ে কেন পতিত হইল ? কিন্তু কি আশ্চৰ্য্য, তুমি এই চপলার সঙ্গিনী হইয়াও স্থিরতর আছ ৷ সত্ব । ধনঞ্জয়, আশ্চর্যের বিষয় কি? যে সৌদামি
পাতা:ভদ্রার্জুন.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।