অজুর্ন কর্তৃক সুভদ্রা হরণ । “ል :: ৩ অঙ্ক ] [ ৮ সংযোগস্থল । নীর রূপ সন্দর্শনে দেবরাজ সৰ্ব্বদা চঞ্চল, কিন্তু চপলার অলক্ষ্য চঞ্চলত হেতু তাহাকে বাণ সন্ধানে লক্ষ্য করিতে না পারিয়া কেবল প্রাণি নষ্ট করিতেছেন ; সেই সৌদামিনী র্তাহার বজ্র ভয়ে ভীত হইয়া তোমার শরণ লইতে আসিয়াছেন । g অজু। সত্যভামে, বাক্যসুধা বর্ষণে আমার কর্ণকুহর সাতিশয় স্নিগ্ধ করিলে –কিন্তু সৌদামিনীর সন্তাপে আমার হৃদয় দগ্ধ হইতে লাগিল । সহ্য । ভয় নাই, চিন্তা করিও না, তোমাদিগের কৃষ্ণই তোমার দুঃখে দুঃখিনী হইয়া সৌদামিনী রূপে ত্বদীয় কান্তি রূপ কাদম্বিনী সহ মিলিত হইতে আগমন করিয়াছেন, গ্রহণ কর । অঞ্জু। সত্যভামে, তুমি পর দুঃখে কাতরা ; আমার প্রতি তোমার অত্যন্ত সুেহ ! তোমার চরণে बिजौऊ थाक्टिल७ ७ ११ श्हेउ भूङ श्हेप्ङ পারিব না। (সুভদ্রার হস্ত ধরিয়া কহিতেহেন) এসে প্রিয়তমে, আমার দুঃখরাশি নাশ কর । মন্মথ বাণানল আমার বক্ষঃস্থল দগ্ধ করিতেছে, এঙ্গুে-স্পর্শ করিয়া শীতল হই ।
পাতা:ভদ্রার্জুন.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।