এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ፈS “? ভবিষ্যতের বাঙালী আত্মীয়তায় এ দেশে কি শ্ৰেয়ঃ, শান্তি ও কল্যাণই না বিরাজ করত ! বাংলার সরস চিত্তক্ষেত্রে সুফি ও বৈষ্ণবের পারস্পৱিক প্ৰভাব, সংমিশ্রণ ও রসায়ন এক-অপূর্ব সহজ প্ৰেমধৰ্ম্মের আবির্ভাব সম্ভব ক’রে তুলেছে। ইহা যেমনি মানবধৰ্ম্মী, তেমনি সাৰ্ব্বজনীন। স্বার্থাঙ্ক লোকের প্ররোচনা না থাকলে, বাংলার হিন্দু-মুসলমানের মিলন খুবই সহজ ছিল এবং এখনও আছে আর ভাবীকালেও থাকবে। ”