* Գ ভবিষ্যতের বাঙালী কলহ নাই ; স্বার্থ-সৰ্বম্ব, কুচ ক্রী, ভণ্ড তপস্বীদের অভিনন্দনেরও ব্যবস্থা নাই ! আমি ভবিষ্যতের যে সাহিত্যের কল্পনা করি, সে সাহিত্য শুধু অতীতকে নিয়ে কুহক রচনা নয়, নিজেদের তুচ্ছ তাকে ঢাকবার জন্য কাল্পনিক অতীতের অশোভন অতিরঞ্জন নয় । আমি যে নাগরিকের কল্পনা করি, তার জীবন সঙ্কীর্ণ স্বাৰ্থ-সিদ্ধির জন্য নয়, তুচ্চ তার ঘূপক ষ্ঠে বৃহত্তর স্বার্থের অমর স্বত্ত্বাধিকারীকে বলিদানের জন্য নয় । আমি সম্পূৰ্ণ * ভিন্ন শ্রেণীর জীবনাদর্শের, সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর সাধনার, সম্পূর্ণ ভিন্ন শ্রেণীর কামনার সুখস্বপ্ন দেখি। আমার সে স্বপ্ন কি, এখন তাই বলি । আমি যে ভবিষ্যৎ বঙ্গদেশের কল্পনা করি, তাতে বৰ্ত্তমানের মজানদীর এবং শুষ্ক খালেপ থাতে প্রচুর জলপ্রবাহের অশ্ৰাতৃ কালধ্বনি শোনা যাচ্ছে ! তাদের বক্ষের ক্ষীরধারায় সমস্ত দেশ ফলে-ফুলীে-শস্যে অপূৰ্ব্ব শ্ৰী ধারণ করেছে ! আমি ধো ভবিষ্যতের কল্পনা করি, তাতে বাংলার প্রত্যেক পল্লীতে এবং প্রত্যেক জনপদে তার নিজস্ব •, দী অথবা খাল আছে, যাদের সাহায্যে উদ্ধৃত্তি বর্ষার জল অবাধে সাগর-পথে প্রবাহিত হ’চ্ছে ; বৰ্ত্তমানের মত সে জল ম্যালেরিয়ার মশার সুতি কাগাপ্নের সৃষ্টি করছে না । আমি যে ভবিষ্যতের কল্পনা করি, তাতে প্ৰত্যেক গৃহস্থের বাড়ী গৃহশিল্পের আলিপনার সুন্দর এক একটি নিদর্শন হ’য়ে বিরাজ করছে। বৰ্ত্তমানের মত গৃহ-সৌন্দনা-পিপাসুর মনে নি। • । সে নূতন যন্ত্রণার কারণ হ’চ্ছে না ! আমি যে ভবিষ্ণুতের কল্পনা করি, তাতে প্ৰত্যেক গ্রামের নিজস্ব বাগান, নিজস্ব খেলার মাঠ, নিজস্ব প{ **াগার, নিজস্ব ক্লাব বা ইনষ্টিটিউট আছে । আর গ্রামবাসীরা সেই সব প্রতি চানে পরস্পর সহযোগিতায় নিত্য নূতন আনন্দের সন্ধান পাচ্ছে । আমি যে ভবিষ্যতের কল্পনা করি, তাতে প্রশস্ত্ৰ সুগঠিত রাজপথ দেশের প্রত্যেকটি গ্রামের সঙ্গে প্ৰত্যেকটি গ্রামকে, প্ৰত্যেকটি নগরের সঙ্গে প্ৰত্যেকটি R t
পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।