রাষ্ট্রের রূপ মানুyয কেবল নিজের ব্যক্তি গীত স্বাথ নিয়ে থাকতে পারে না;.. সামাজিক স্বার্থের আকর্ষণ ও ২ সে অন্য ভধ করে । নিজের স্বার্থের এবং সামাজিক স্বার্থের কথা ভাবা তার পক্ষে স্বাভাবিক { 'স্বার্থপরতা আর পরার্থপরতা-—এ দু'টিই মানুষের প্রকৃতিগত । আর একে ভিত্তি ক’রেই তার সমাজ জীবন গঠিত হয়েছে, তার নীতি বাদ রচিত হয়েছে। তবে এ কথা সত্য যে, কোন কোন মানুষের মধ্যে ব্যক্তিগত স্বার্থ বড় আকারে, কারও মধ্যে বা সামাজিক স্বাৰ্থ বড় আকারে দেখা দেয় । যাদের কাছে ব্যক্তিগত স্বার্থের মূল্য বেশী, তারা ধনী হয়, বিষয় সম্পত্তি করে, নিজেদের সুখ-দুঃখ নিয়ে ব্যস্ত থাকে । যাদের কাছে সামাজিক স্বার্থের মূল্য বেশী, তারা দেশপ্রেমিক হয়, দশের মঙ্গলের জন্য সাধনা করে, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সেবায়, বিভিন্ন সামাজিক আদর্শের সাধনায় আত্মনিয়োগ করে । বলা বাহুল্য, এই শেষোক্ত শ্রেণীর মানুষের উপরেই সমাজের মঙ্গল এবং উন্নতি নির্ভর করে । তাদের উৎসাহ এবং কৰ্ম্মতৎপরতাই সমাজকে জীবনের উচ্চতর স্তরে নিয়ে যায়, আর তাদের অবসাদ ও নিরুৎসাহ সমাজের পতন এবং মৃত্যুর কারণ হয়।
পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।