‘මම් ভবিষ্যতের বাঙালী বিভক্ত করা এবং সেই গণ্ডীগুলিকে ধৰ্ম্মের আকার দিয়ে চিরস্থায়ী ক’রে তোলা। পৃথিবীর প্রত্যেক ধৰ্ম্মই এই পথে গিয়েছে। ফলে সৰ্ব্বত্র এমন এক আবহাওয়ার সৃষ্টি হয়েছে যে, মানুষের পক্ষে ব্যাপকভাবে একত্র কোন কাজ করা অসম্ভব হ’য়ে দাড়িয়েছে ; মিলনের সর্বজনমান্য কোন আদর্শ কায়েম করতে আনুষ্ঠানিক ধৰ্ম্ম কোথাও সমর্থ হয়নি । এ কথাও আমাদের তুললে চলবে না যে, বৰ্ত্তমান যুগে জনসাধারণের মধ্যে শিক্ষা। এতদূর প্রসার লাভ করেছে, তাদের মনে জিজ্ঞাসূরি ভাব এতখানি প্ৰবল হ’য়ে উঠেছে, প্রমাণের প্রয়োজন এত ਭੈ us ব্যাপকভাবে তারা অনুভব করতে শিপেছে, দর্শন এবং বিজ্ঞান এত দ্রুত । উন্নতি লাভ করেছে, নিত্য নূতন তথ্য এসে তাদের মনকে এমন গভীর ভাবে আলোড়িত করছে, বিভিন্ন দেশ, সমাজ এবং ক্লািষ্টর মধ্যে ভাবের আদান-প্ৰদান নিত্য এমন ঘনিষ্ঠ হ’য়ে উঠছে যে, এ যুগে দর্শন, বিজ্ঞান, সমাজতত্ত্ব প্রভৃতি বিষয়ে অতীতের_ধারণাকে সমাজে কায়েম-বন্দী। ক’রে রাখা সত্যই অসম্ভব। তাই এ যুগে সেই অতীত যুগের ভাব এবং চিন্তাধারার উপর কোন রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করবার প্রচেষ্টাকে বাতুলতা ছাড়া আর কোন নামে অভিহিত করা সঙ্গত মনে হয় না। এই সব বিভিন্ন কারণের সমবেত ফল। এই হয়েছে যে, ইউরোপ ভূখণ্ডে ধৰ্ম্ম-রাষ্ট্রের অবসান ঘটেছে, আর প্রাচ্যের স্বাধীন রাষ্ট্রগুলিও দ্রুত সেই একই পথে অগ্রসর হ’চ্ছে । ভারতবাসীর তথা বাঙালীর পক্ষে ও এ যুগ ধৰ্ম্মের অনুসরণ করা ছাড়া উন্নতির এবং সার্থকৃত্যুর অন্য কোন পথ নাই। তাকেও এখন জাতীয়তার ভিত্তির উপরেই রাষ্ট্ৰীয় জীবন গড়তে হবে।- বৰ্ত্তমান যুগে ধর্মের ভিত্তির উপর-মে-প্রতিষ্ঠান এড়িতে DBD DDDYKkuuLSLSJSDDBDD S BBBD BDBB D DBSS B S
পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।