80 ভবিষ্যতের বাঙালী সমর-সাধনা সার্থক করতে হ’লে, নেতাদের মধ্যে যথেষ্ট আত্মসংযম থাকা চাই । যুদ্ধের জন্য কোটি কোটি টাকা খরচ করতে হ’বে, কোটি কোটি টাকার চুক্তি (Contract) দিতে হ’বে। জনসাধারণের মনে যদি এ বিশ্বাস জন্মে যে, যুদ্ধের সুযোগে নেতারা বেশ দু’পয়সা ক’রে নিচ্ছেন, জাতীয় ধনের সাহায্যে নিজের উদরপূৰ্ত্তি করছেন, তা’ হ’লে দেশময় অসন্তোষের সৃষ্টি হ’বে, যুদ্ধপ্রচেষ্টা ব্যর্থ হ’বে, দেশ শত্ৰু কবলিত হ’বে । নেতাদের সম্বন্ধে যে কথা, শ্রমিকদের সম্বন্ধেও তাই । যুদ্ধের সাফল্য শ্রমিকদের দেশপ্ৰেম, ত্যাগ এবং কৰ্ত্তব্যজ্ঞানের উপর একান্তভাবে নির্ভর করে ; শ্রমিক। যদি তার কৰ্ত্তব্য যথোচিতভাবে না করে, তা’হ’লে অজস্র অর্থব্যয় ক’রেও কোন ফল পাওয়া যাবে না ; সময়মত জিনিষ তৈয়ার হ’বে না। ঘা’ তৈয়াৱ হ’বে তা ঠিক কাজে লাগবে। না। ধৰ্ম্মঘট প্রভৃতির আশঙ্কায় সমস্ত প্রচেষ্টা বিগদগ্ৰস্ত হ’য়ে পড়বে। অতএব স্পষ্টই বোঝা যাচ্ছে-নাগরিকদের নৈতিক স্বাস্থ্য এবং নৈতিক উৎকর্ষই হ’ল সুদৃঢ় রাষ্ট্ৰীয় জীবনের ভিত্তি। প্রাচীন পারসিকেরা দুইটী জিনিষকে জাতীয় শিক্ষার আদর্শরূপে গ্ৰহণ করেছিলেন ; যথা— FGJ RFT (to tel the truth) LA Sof যোজনা করা 1 to pull the bow) । তারা ভুল করেননি। প্রশ্ন উঠে, জাতীয় চরিত্রের উৎকর্ষসাধন কি ক’রে করা যেতে পারে ; এক কথায় শিক্ষা, অনুশীলন এবং জীবন্ত আদর্শের সাহায্যেই উহ! । 1७द 1-বাঙালী । ব্যক্তি ও জাতি হিসাবে শক্তিমান ও সত্যনিষ্ঠ হ’য়ে । উঠতে পারে, যদি একান্ত আগ্রহসহকারে শুভবুদ্ধি নিয়ে আমরা বাঙালী সৰ্ব্বতােমুখী গঠনমূলক ব্ৰত গ্ৰহণ করি।-- ܝ ܝ - ܟ- ܚ ܲ ܝ
পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।