(S ভবিষ্যতের বাঙালী সাহায্যে সেই প্ৰাতঃস্মরণীয় মহাপুরুষের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করা বাঞ্ছনীয়। বাংলার জাতীয়তার কথা ভাবতে গেলে, প্ৰথম যে মহাপুরুষের কথা সর্বাগ্রে মনে পড়ে, তিনি হলেন শহীদ নওয়াব সিরাজদ্দৌলা । আনন্দ এবং আশার বিষয় এই যে, তার স্মৃতিরক্ষার বিষয়ে বাঙালী এখন যথেষ্ট সচেতন হয়ে উঠেছে এবং যথাসম্ভব তৎপরতা দেখাচ্ছে। বৰ্ত্তমান যুগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ প্রমুখ অনেক পুণ্যস্মরণীয় বাঙালী নেতা অখণ্ড জাতীয়তার স্বপ্ন দেখে গিয়েছেন। এরা সত্যই খাটি বাঙালী। তঁদেরও স্মৃতি-উৎসব সম্মিলিতভাবে অনুষ্ঠিত হওয়া উচিত । বৎসরের প্রথম দিনকে ধৰ্ম্মনির্বিশেষে প্রত্যেক জাতিই সমৃদর সম্ভাষণ জানিয়ে থাকে। দিল্লীর মোগল বাদশাহের প্রাচীন ইরানের নওরোজ পৰ্ব্ব কত ধূমধামের সঙ্গে সম্পন্ন করতেন। আমার মনে হয়, এই বাংলা দেশে হিন্দু-মুসলমান-নির্বিবশেষে ১লা বৈশাখে সকলেই মহাসমারোহের সহিত জাতীয় পৰ্বরূপে নববর্ষের উৎসব সম্পন্ন করা উচিত। আর এই পর্বকে উপলক্ষ্য ক’রে সমগ্ৰ জাতির সেদিন পরস্পরের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে মেলামেশা করা। কৰ্ত্তব্য । বাক্ষ্যমান আলোচনায় এর অধিক কিছু বলা কম্বা দৃষ্টান্তের সংখ্যা বাড়ান সম্ভব নয়। জাতীয় আদর্শ সত্যই যদি কাম্য হয়, তা”হ’লে সে আদর্শের প্রকাশ এবং প্রতিষ্ঠার উপযোগী উৎসব-অনুষ্ঠান, আচার-ব্যবহার প্রভৃতির। প্ৰবৰ্ত্তন অনিবাৰ্য্য হবেই। এই সত্যটি মনে রেখে আমাদের কৰ্ম্মপদ্ধতি স্থির করতে হ’বে । আদর্শের প্রতি সত্যই যদি আমাদের নিষ্ঠা থাকে, ক্রিয়া-কৰ্ম্ম নিরূপণ * করতে বেগ পেতে হ’বে না। BBB K tuBBDS SDDD SBBBD DDB BBDDYSDDB DDD față a fasi (dead thoughts) Aqr Tārgs fisVM (living)
পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।