পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবিষ্যতের বাঙালী V8 বিভিন্ন জাতিসমষ্টির পারস্পরিক মিলনে গ’ড়ে উঠবে ভবিষ্যৎ ভারতের রাষ্ট্রসঙ্ঘ (Federation of States)। এই পথে চললেই যথাসময়ে সুফল পাওয়া যাবে, অন্য পথে ফল পাওয়া যাবে না । অবশ্য প্রদেশগুলির বৰ্ত্তমানে যে চৌহুদি আছে, সেই চৌহুদিকেই যে চিরন্তন করতে হ’বে, সে কথা আমি বলছি না । তবে ভাষার ভিত্তিতে প্রদেশের ভৌগোলিক সীমার নির্দেশই বাঞ্ছনীয় এবং স্বাভাবিক । ভারতের বিতিন্ন প্রদেশের দিকে দৃষ্টিনিক্ষেপ করলে, সহজেই বুঝতে পারা যায়, আপাততঃ জাতি (Nation) সৃষ্টির উপকরণ এক বঙ্গদেশেই পূৰ্ণমাত্রায় বিরাজমান। অন্য কোন প্রদেশের বিষয়ে সে কথা বলা চলে না। এই বাংলা দেশেই হিন্দু-মুসলমানের সাধারণ একটা ভাষা আছে, যার সাহায্যে তারা সাহিত্য চৰ্চা করেন, আর যাকে তারা বাংলার সাধারণ ভাষা ব’লে স্বীকার করেন। তাছাড়া বাংলার হিন্দু-মুসলমানের মধ্যে আরও অনেক বিষয়ে এমন সব ঐক্যের উপাদান আছে, যার সাহায্যে নেশন বা জাতি-গঠনকাৰ্য্য অপেক্ষাকৃত मश्खनांJ श्'ड *icद्ध । অতএব এটা মনে হওয়া স্বাভাবিক যে, বাংলার হিন্দু-মুসলমানের DBDBD LBD S BDLDYYSSLLLLLLSS BBBi DDJDS BgD DDDS BBBB হিন্দু-মুসলমানকে নিয়ে এবং বাংলা ভাষার সাহায্যে এক অখণ্ড জাতিগঠন করা। বাংলার দৃষ্টান্ত দেখে অন্যান্য প্রদেশের লোকও ক্রমশ: এই পথে অগ্রসর হত’তে পারবে । মুশকিল হ’চ্ছে, আমাদের সামাজিক জীবন মধ্যযুগীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত এবং অতীতমুখী ; আর আমাদেরদুর রাষ্ট্ৰীয় এবং শিক্ষাগত আদর্শ । হচ্ছে আধুনিক যুগের এবং ভবিষ্যমুখী। এই অসামঞ্জস্যের দরুণই আমাদের জীবনে নানা রকম বিরোধ এবং ব্যর্থতা এসে দেখা দিয়েছে।