পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভবিষ্যতের বাঙালী කම් আমলে এ স্থান সমৃদ্ধ এক জনপদ ছিল। এখনও সেখানে বিরাটু এক মসজিদের ভগ্নাবশেষ এবং অবিকৃত অবস্থায় বৰ্ত্তমান প্ৰকাণ্ড এক মিনার দর্শকের বিস্ময় উৎপাদন করে। এই পাণ্ডুয়ায় সাহি সুফি সুলতান নামক বিখ্যাত এক দরবেশের মজার বা সমাধি-সৌধ বৰ্ত্তিমান আছে। সুলতান জালালুদ্দীন খিলজীর সময়ে শাহ সাহেব বাংলা দেশে এসেছিলেন। মজারের নিকটে ক্ষুদ্র একটা মসজিদ আছে। সেই যুগের তৈয়েরী সেই মসজিদে এখনও নামাজ হ’য়ে থাকে । গ্রা ও ট্রাঙ্ক রোডের পাশেই শাহ সাহেবের মজার । আমি একবার মোটরযোগে এই পথ দিয়ে যাচ্ছিলুম। মজার দর্শনের উদ্দেশ্যে মোটর থেকে নােমলুম। তখন সন্ধ্যা সমাগত। মসজিদ থেকে আজানের আহবান শুনতে পেলুম। সঙ্গে সঙ্গে অরতির শঙ্খ এবং কঁাসির-ঘণ্টা ও বেজে উঠল। এমন অপূর্ব ঘটনা ইতিপূৰ্বে কোথাও দেখিনি। আমাদের সঙ্গে এক বৃদ্ধ খাদেম বা সেবাইত ছিলেন । তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলুম। তিনি যা’ বললেন তা’ শুনে বিস্ময়ে সত্যই অভিভূত হলুম। তার বক্তব্যের সারমর্শ্ব এই যে, মুসলমানের যিনি খোদা তিনিই হিন্দুর ভগবান। তারই উদ্দেশ্যে আজানের ডাক আর শঙ্খের হাক। ভাষা, আচার, রীতি এ সবই তো বাইরের। অন্তৰ্য্যামী মানুষমাত্রেরই অন্তর দেখে বিচার করেন এবং প্রেম ও ভক্তির বন্ধনে বাধা পড়েন। সর্বশাস্ত্র তীরই মহিমা-কীৰ্ত্তন করে ; সেই প্রেমের ঠাকুরকে যিনি জেনেছেন বা চিনেছেন তার ভেদবুদ্ধি থাকতে পারে না। বৃদ্ধ সেবাইতোর সহজ সরল বিশ্বাস আমার অন্তর অভিভূত করল। আমি সসন্ত্রমে আনত হ’য়ে কবর চুম্বন করলাম। ফিরবার পথে বার DBBB BDD DJD DDBSDS DBDDBB DtB DB BDDD SDDD S0LBDB ধৰ্ম্মে অভিষিক্ত হ’তে পারতাম। তা’হ’লে সৌহার্দ্যে, প্ৰেমে, আত্মার